ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন কিভাবে শিখব? ওয়েব ডিজাইন শিখতে কত দিন সময় লাগবে?
আজকাল আমরা ভালমানের চাকরি পাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে কোর্স এবং শিক্ষা গ্রহণ করে থাকি। এক্ষেত্রে ওয়েব ডিজাইনের কোর্স করে আপনারা ভাল ভাল চাকরি পেতে পারেন। তাছাড়া এই বিষয়ে ভাল দক্ষতা হলে আপনি ওয়েব ডিজাইনের বিজনেস মুরু করতে পারেন।
বর্তমান সময়ে ওয়েব ডিজাইনের চাহিদা বেড়েই চলেছে।
ওয়েব ডিজাইন হচ্ছেঃ আমরা অনলাইনে যে ওয়েব সাইটগুলোতে ব্রাউজ কিরি, যেমন http://www.educationboardresults.gov.bd/ http://www.bangladesh.gov.bd/ তে ডুকার পর আমরা যা দেখি সবেই কিন্তু এইচটিএমএল এবং সিএসএস দিয়ে ডিজাইন করা আর একেই বলা হয় ওয়েব ডিজাইন।
ওয়েব ডিজাইন যেভাবে শিখবেনঃ ওয়েব ডিজাইন বিভিন্ন ভাবে শিখতে পারেন, যেমন: ইউটিউব থেকে ভিডিও দেখে অথবা কোন প্রতিষ্ঠান থেকে।
ওয়েব ডিজাইন শিখতে যত দিন সময় লাগবেঃ ওয়েব ডিজাইন শিখতে যত দিন সময় লাগতে পারে, আপনি যদি ভাল একটা পতিষ্ঠান থেকে শিখেন তাহলে ৪ থেকে ৫ মাস অথবা ৫ থেকে ৬ মাস লাগতে পারে।
আশা করছি আপনাদের প্রশে্নর উত্তরগুলো পেয়ে গেছেন।
2 Comments
https://youtube.com/channel/UCC1mYP5ZLEI4CvqgYfPHo6g
ReplyDeleteGood
ReplyDelete