HTML দিয়ে ওয়েব ডিজােইনের সুবিধা এবং অসুবিধাঃ
সুবিধা সমুহঃ
- HTML দিয়ে ওয়েব ডিজােইনের সুবিধা এবং অসুবিধা আছে যেমন:
- এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি
- সর্বব্যাপি ব্যবহার
- অধিকাংশ ব্রাউজার Support করে
- ব্যবহার সহজ এবং সিনটেক্স সহজ তাই HTML শিখাও সহজ
- উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে তাই আলাদাভাবে কিনতে হয়না
- যে কোন টেক্সট এডিটরে কোড লেখা যায়
- পেজেরে সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে
- তুলনামুলক ব্যয় কম
- শুধু স্ট্যাটিক ওয়েবপেজ ডেভেলপ করা যায় ডাইনামিক ওয়েবপেজ ডেভেলপ করা যায় না
- সাধারণ ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড লিখতে হয়
- নিরাপত্তা ব্যবস্থা ভাল নয়
আজ এপর্যন্তই আগামি Part এ আমরা দেখব HTML এলিমেন্ট, ট্যাগ ও সিনটেক্স পরিচিতি।
1 Comments
#styleinspo
ReplyDelete#ootd
#outfitoftheday
#whatiwore
#shoppingaddict
#beautydoesnthavetobepain
#currentlywearing
#instastyle
#lookgoodfeelgood