Ticker

6/recent/ticker-posts

I am Syed Sadi

সবাই ইনকাম করছে ঘরে বসে...! আপনি কেন বেকার বসে...???

৫ এপ্রিল থেকে সারদেশে লকডাউন ঘোষনা

 ৫ এপ্রিল থেকে সারদেশে লকডাউন ঘোষনা, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার লকডাউনে যাচ্ছে সারাদেশ।


৫ এপ্রিল থেকে সারদেশে লকডাউন ঘোষনা SyedSadi1.blogspot.com




আগামি ৫ এপ্রিল থেকে ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রি ওবায়দুল কাদের তার সরাসরি বাস বভনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি বলেন কোভিড ১৯ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামি ৫ এপ্রিল সোমবার থেকে  ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

দেশে লাগামহীন হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথমটির তুলনায় দ্বিতীয় ঢেউ ভয়াবহরুপে আবির্ভুত হয়েছে।

করোনা ভাইরাসের পরিস্থিতির অবনতির কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

গত কয়েক দিন ধরেই প্রতিদিন ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গতকাল শুক্রবার একদিনে আক্রান্ত ৭ হাজারের কাছকাছি। 

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে  বন্ধ করা হয়েছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র বাতিল করা হচ্ছে হোটেলে আগাম নেওয়া বুকিং।

এছাড়াও কোথাও সন্ধ্যার পর চলাচল সীমিত করা হয়েছে। আবার কোথাও ঔষুধ ও কাচামালের দোকান ও বাজার বাদে অন্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার উপর নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা থাকবে মধ্য এপ্রিল পর্যন্ত। প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার ও হুঁশিয়রি আছে। 

Post a Comment

1 Comments

  1. #styleinspo

    #ootd

    #outfitoftheday

    #whatiwore

    #shoppingaddict

    #beautydoesnthavetobepain

    #currentlywearing

    #instastyle

    #lookgoodfeelgood

    ReplyDelete